সনত্‍ মাইতি - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

সনত্‍ মাইতি

পাসওয়ার্ড










কালো কালো তারার গভীরে ঝিলমিল কারেন্ট
যেহেতু গোপন তাই কেউ বোঝেনি
শুধু মাত্র একাউন্টা খুলছে
আলো জ্বলছে না....


জঙ্গল

এই কবিতাটি জানে
কবি কোনদিন জঙ্গলে হারিয়ে যেতে পারেনি

প্রতিদিনের কবিতায় শুধু অন্ধকার নেমে এসেছে
দৃশ্যত আমরা হারিয়ে গেছি মুগ্ধতায়
একা দুজন আগুনের দু দিকে বসে....

শিব

রাম , শ্যাম যদু মদু...সব বলি হয়ে গেছে
ঝুলছে এখন মুণ্ডুমালায়
চণ্ডী এখন আসছে আমার দিকে

প্রভু
কেউ যেন বুক পেতে দেয়
বুক পেতে দেয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র