চয়ন ভৌমিক - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

চয়ন ভৌমিক

 

বিষ্ফোরণ ও মুখোশ








বোঝা যায়নি,
বোঝা যায়না কখনো।

হয়তো পাশের বাড়িতে, অথবা
আমাদেরই চিলেকোঠা ছাদে
ওঁত পাতে বিশ্বাসঘাতক।

সলতে পাকানো শেষ হলে
নিশ্চল করবে ওরা
         ঘড়ির কাঁটা।
নির্দিষ্ট হবে অবস্থান, মানচিত্রে
স্থির হবে সময়--
দুপুর বারোটা পঞ্চাশ, কিম্বা
ঠিক বিকেল পাঁচটা।

তারপর স্বাভাবিক নিয়মে
মিশে গিয়ে জনারণ্যে
উল্টো গুনতি-
দিন,
তারিখ,
ঘণ্টা- মিনিট- সেকেন্ডে
ইশারার অঙুলি হেলনে
ফিরে যাওয়া বারুদ শূন্যে।

বিস্ফোরণ। কখনো সশব্দে,
কখনো ছিন্নভিন্ন করে দেয়
দুপুর বিকেল রাত নিঃশব্দে।
ব্রেকিংনিউজের হাহাকারে কান পাতলে
বোঝা যায় মুখোশের আড়ালে
সেই ছিল আসল আততায়ী
             মুখোশ পরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র