ডা:কাকলি ভট্টাচার্য্য - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

ডা:কাকলি ভট্টাচার্য্য







                                   



মুখোশআড়াল



এমন একটি মাইম শো চলাকালীন- অভিনেতার
মুখোশের রংচঙে পোশাকে-মঞ্চ জুড়ে লাফালাফি দাপাদাপি !
সামনের সারি থেকে উঠে এলো ক'য়েকজন
খুলে দিল তার পোশাক , বলল --
এত দুঃখের মধ্যে এত আনন্দ
মানা যাবে না , মানছি না
পৃথিবী এখন পাহাড়ের মত গম্ভীর, জটিল
নীল বিষের দুনিয়া
তবুও ক্লাউনটি হাসতে জানে আর হাসাতে জানে বলে
কেউ ভাবে বরাতজোর এ পেয়েছে প্রতিভা
কেউ ভাবে একি স্পর্ধা------
কেউ ভাবে হাসাই উচিত নয় মানুষের


ক্লাউন হাসানো ভুলে গেছে
কোথাও কোন মঞ্চ নেই আর বেঁচে যেখানে
হেসে ওঠে অভিনেতা আর হেসে ওঠে দর্শক
সে নিজেই এখন টিকিট কেটে গুরুতর বিষয়ের
নাটকে যায় , গুরুগম্ভীর ভাবতে থাকে
নাটকের অভিনেতাদের বিষণ্ণতার সাথে নিজেকে
বিষণ্ণ করে তুলতে হায় যখন , দেখে
সেই ক্লাউন সেঁটে রয়েছে তার দেহে
তাকে দেখে শুধু হেসে ওঠে বিধাতাপুরুষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র