অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

অনুপম দাশশর্মা




নিন্দের মানপত্র...






এমন কতো নিন্দে আছে ভেঙ্গে দেয় সন্ধ্যা
এমন কতো বিশ্বাস আছে ডেকে আনে মন্দা

যাকে ভেবেছ নিরুত্তাপ মনে জৈবিক সেরা মন্ত্র
জপেছ মালা, স্পর্শের পর আর নয় সে অতন্দ্র

এ সব জেনো এই গ্রহের অশান্ত সেরা স্তব
সভ্যতার দগদগে ঘা'য়ে রোজকার কলরব

মাটির উপর আঁচড়, সেতো প্রকৃতির পরিহাস
ভাঙ্গছে সমাজ, ভাঙ্গছে নগর যান্ত্রিক নাগপাশ

মানুষ আজ ভীড়ের দর্শক সাধ্যের কাছে পদানত
ক্ষোভ সংকট আমারও আছে হুঙ্কারটা রীতিমত

তবু কেউ কেউ শিকর খোঁজে অনবদ্য হিংস্রতায়
রেখা যখন পরিধি বাড়ায় কাটাকুটিও চোখ টাটায়

চারিদিকে মুখোশের ভীড় মুখের সাথে নেই দেখা
তুড়ি মেরে হেঁটে চলা সেটাও ছন্দের কাছে শেখা

২টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র