ধ্যানের বাটি
ধ্যানের বাটিতে হৃদপিণ্ড
খুন পাতার উপর
বারুদ কাঠির উঁচুতে নিশান টাঙাতে টাঙাতে ঘুমিয়েই পড়ল
দেখোনি
নেইল পালিশ হারিয়ে বিবস্ত্র, শ্রাবণ কিছু
মোমবাতির নাম
কিছু তীরের গায়ে ধনুক হলাম স্বেচ্ছায়
বলো সত্যি করে
দিন হত্যার রক্ত কিছুটা তুলে রাখোনি ঠোঁটে
আবার চুমুর বদলে!
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default


সুচিন্তিত মতামত দিন