গৌতম যুথিপুত্র - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

গৌতম যুথিপুত্র



স্বপ্নদোষ 









ড্রয়িংরুমে বসে যারা
গন্ধ শোঁকে বনপলাশের,
তারাই আমায় পাঠিয়েছিল
বেচতে মুখোশ অক্টোপাসের।
উল্টে যাওয়া সমুদ্র তার
চ্যাপটানো ঢেউ—স্বপ্নদোষ
রেসের মাঠে ছড়িয়ে আছে
বাতিল ঘোড়ার অণ্ডকোষ।
ত্রিকালদর্শী টিয়ার ঠোঁটে
খুঁজছে যারা ভবিষ্যৎ,
ঝুলছে তারাই কসাইখানায়
হেঁটমুন্ডু ঊর্ধ্বপদ !
খুঁজছি আমি কাব্যশালায়
কবির মুখোশ—শব্দভুক,
সামনে মুখোশ ফ্যাক্টারি
--লাইন দিয়েছে হাজার মুখ !

ভেপার জ্বলা রাস্তা যখন
টকটকে লাল সীমন্তিনী
মাথার বোঝা নামিয়ে আমি
মুখোশ বেচার পয়সা গুনি ,
হঠাৎ দেখি চারপাশে সব
মানুষ তো নেই একটাও আর—
কেউ রাজা কেউ মন্ত্রী-সেপাই
কেউ শরাবী জমিনদার !
মুখোশ পড়ে মুখের উপর
করছে সবাই খবরদারি ,
ভিড়ের মাঝে আমিই যেন
সবচেয়ে বেশি অ-দরকারি !!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র