তন্ময় ভট্টাচার্য - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

তন্ময় ভট্টাচার্য

নৌকো








মাঝেমাঝে শ্রীজাত'র সাথে কথা বলা মেয়ে
ডাক দেয়। বন্ধুটি কবিতায় মগ্ন।
বিকেল তখনো চারপাশ ছেড়ে যায়নি।
ইতিমধ্যেই কিছু দোকানীর পাত্রে
আবির স্তূপীকৃত। স্টেশনের প্রান্তে
বয়স্ক লোকটির গোলাপ সাজানো শেষ।

সন্ধ্যে ঘনিয়ে এলো। বন্ধুটি লিখছে।
এতদিন যা-যা কিছু লিখেছিল,সব আজ
অকারণ মনে হয়। শ্রীজাত'র সঙ্গে
কথা বলা মেয়েটিরও গোলাপ পছন্দ।
কোথায় সে? তা তো সেই বন্ধুও জানে না
শুধু এক ভালোলাগা ভাসছে অলিন্দে

পাঠক আপনমনে নৌকো বানাচ্ছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র