শর্মিষ্ঠা ঘোষ - মায়াজম

Breaking

৫ জুন, ২০১৫

শর্মিষ্ঠা ঘোষ










 হারিয়ে যাই কেন 

এত যে হারিয়ে যাই কেন ! কেন হারাই !
পোলকা ডটের কাঁধে মুখ ঘষে অভিমান
এতো যে হেলাফেলায় রেখেছ বসবাস
বাই ডিফলট পিছু ফেরা থাকে তাও
টক ঝাল মিষ্টি চেখে নিই চান্স পেলেই
হারিয়ে যাই ফ্যামিলি অ্যালবাম থেকে
থাকা না থাকার স্বরচিত অনুযোগে
অজানা পরিসরে গড়ায় ইনফিনিটি
সন্ধ্যের ডাকে আলোর ঘর থাকে বুকের মধ্যে
তোমাদের মুখ থাকে ফ্লাওয়ার ভাসের গোলাপে
উড়িয়ে দেওয়া ছাতার তলায় গান থাকে
ঝমঝমে বৃষ্টিতে ফেলে আসি পায়ে পায়ে হাঁটা
থাকে আধাআধি ভেজা ঠোঁট কান নাক
একলা অন্ধকারে ছুঁইমুই বাতিক থাকে
কদম তলায় ঝরে কড়া কফি ঘ্রাণ রেণু
শুকনার হরপাবানে প্যানোরামা মোছে
সরে যায় চোরাগোপ্তা চুমুর জড়িয়ে রাখা পা
শিশিরের মতো মিথ্যেমিথ্যি প্রেম ফুরোয়
লাল ধুলোর দু প্রহরের অনাদরের সাথে
হারিয়ে যাই কেন ! কেন যে এত হারিয়ে যাই !
আর এত চাও না , চাও নি জেনে তাও ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র