অনুপম দাশশর্মা - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

অনুপম দাশশর্মা

                                                               
                                                                    ভেদাঙ্ক





    
কয়েক বছর আগে জয়তি বলেছিল, আপনি অঙ্ক কষতে শিখুন
তারপর দাওয়াত দেবেন
তখন বর্ষার শেষ অঙ্ক অভিনীত হচ্ছিল
বাতাসের গায়ে শরতের গন্ধ্ আর হালকা মেঘের দৃশ্যগুলো
ভাবনার উপদ্বীপে চঞ্চলতা আনছিল,
আমি একটু একটু করে সঞ্চয় করছিলাম
অনুভূতির চিকন ঠোঁট, শব্দের সহজ বন্দ্র
একই সাথে নির্মেদ টবে চারা পোঁতার কাজ
ক্র্মশ চারপাশে বৃদ্ধি পেল সতীর্থদের রঙিন শিবির
মেশিন থেকে বেরিয়ে এলো কিছু বর্ণলিপি
সন্ধ্যে হলে প্রশমিত ভাবনাকে আর সংযমে আনা যেত না
তাপিত প্রশ্নগুলো ঢেলে দিতাম সাদা পাতার যোনিগর্ভে

সেই জয়তির সাথে দেখা হলে জানতে চাইত
সভায় আমার উপস্থিতির গুণাঙ্ক,
চুপি চুপি বলেছি, অঙ্কে আমি ডাহা ফেল
রোজ চেটোতে আমার সাধ্যেরা রেখা টানে
প্রয়োজন হয় না সিঁধ কাটার
সমীকরণের


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র