মানিক সাহা - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

মানিক সাহা






খেলাঘর 
 

 





এক হাতে বাঁশি আর
এক হাতে রসাতল নিয়ে
গোলাপি দুঃখের পৃথিবী রসিকতা করছে
বিস্তির্ণ মাঠ জুড়ে
দুরন্ত অশ্বের ছায়া। সে
আগুন ছিনিয়ে নেবার গল্প শোনায়
আমাদের মৃতদেহ থেকে অরণ্য
আর আশ্রয় দেবার জন্যই
যেন কেউ অপেক্ষা করে আছে
আমরা স্বর্গচ্যূত।
আমাদের অস্তিত্ব জুড়ে গোলাপি নেশা
পাখির ডানার ছোঁয়ায় খেলাঘর ভেঙে দিতে চায়
করতলের দাগ
মানিক সাহা
তোমার নাভিপদ্ম থেকে তুলে আনি নরম আলো।
ছুঁয়ে দেখার কৌশলে পরাস্ত করি
কলঙ্কের লাল চোখ
এই তো ফুল ছড়িয়ে দিলাম,
গানের গুনগুন স্রোত ভরিয়ে দিলাম অশ্রুকণায়...

তুমি আর হাত ছাড়িয়ে নিও না,
ঘোড়ার পিঠে চেপে
উড়ে যেও না অশ্রু - বাড়ির ছাদে

তোমার স্তনে আমার করতলের দাগ
আগুন রঙের লিপি লিখে রেখেছে।
ওকে থাকতে দাও,
ওকে লালন করো,
ওর স্পর্শ দিয়ে নাহয় একটা গান লিখে নিও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র