অশোক চক্রবর্তী - মায়াজম

Breaking

৩ আগ, ২০১৫

অশোক চক্রবর্তী


কবি, প্রাবন্ধিক, ছড়াকার, গল্পলেখক, চিত্রশিল্পী, নাট্যকার অশোক চক্রবর্তী প্রাচ্য ও পাশ্চাত্য মার্গসঙ্গীতের অনুরাগী। সঙ্গে আছে প্রায় ষাটটি দেশভ্রমনের অভিজ্ঞতা। পেশায় তিনি একজন প্রযুক্তিবিদ (ইঞ্জিনিয়ার)  ও দক্ষ প্রশাসক (এম.বি.এ.)। চিত্রকলার ওপর দুটি ডিপ্লোমা অর্জন করেছেন। পঞ্চাশ বছর বিদেশ বাসী।

কবিতা প্রকাশিত হয়েছে দেশ, কৃত্তিবাস, কবিসন্মেলন, কবিতাপাক্ষিক, ভাষানগর ইত্যাদি প্রায় পঞ্চাশটি বিভিন্ন পত্রিকায়। কানাডা, ইউ.এস.এ. এবং ইউরোপের পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর ইংরেজি কবিতা ও এনথোলজি। কলকাতা ও কানাডার সাহিত্য পত্রিকা প্রচ্ছদ করেছে তাঁর আঁকা ছবি নিয়ে।                 

২০০৪ সালে প্রবাসী কবি ও লেখক হিসেবে বইমেলা-উত্সব পুরস্কারে সম্মানিত। প্রকাশিত গ্রন্থ ১৪ টি। পৃথিবীর উজ্জ্বল কবিদের কবিতা অনুবাদ করেছেন। তাঁর কবিতার অনুবাদ হয়েছে স্প্যানিশ, জার্মান, ফরাসী ও তুরস্ক ভাষায়। তিনটি মহাদেশে কুড়িটি একক চিত্রপ্রদর্শনী হয়েছে। প্রদর্শনী হয়েছে কলকাতার চিত্রকুটে। আমেরিকা, ইউরোপ ও ভারতবর্ষে খ্যাতনামা ব্যক্তিদের সংগ্রহে রয়েছে তাঁর ছবি।

"টরন্টোর আন্তর্জাতিক প্রতিরোধী কবিসম্মেলন"- এর প্রাক্তন সভাপতি। টরন্টো "কৃত্তিবাস" শাখার প্রতিষ্ঠাতা ও পরিচালক। সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে কানাডা ও কলকাতার টেলিভিশনে অজস্র সাক্ষাত্কার দিয়েছেন। টরন্টো ইউনিভার্সিটির সঙ্গে অজস্র যৌথ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন।       


















গীটারে বৃষ্টির বিন্দু

অশোক চক্রবর্তী

গীটারে বৃষ্টির বিন্দু বিস্তারিত হয়ে জমে আছে
খরজের সুরগুলি অনুতপ্ত বাষ্পে আন্তরিক
অথচ ছেঁড়েনি তার, আকাশে অদৃশ্য মৃগনাভি।
এখন কি বৃষ্টি হবে ? হতে পারে ? হবে ? জানা নেই.

গীটারে বৃষ্টির গান, চেয়ে আছে বিস্মিত আকাশ
আমি জানি, বৃষ্টি হলে বিষাদের সুর কেটে যাবে
কেননা সুরের জন্য পরিমিত নিষ্ঠুরতা চাই
গীটারের বিন্দুগুলি, অকারণে যদি ঝরে যায়.

কোথাও প্রশান্ত এক পারাবাত একান্তে নির্জনে
মৃদুকন্ঠে বলেছিল অকারণে বিভ্রান্ত হোয়ো না
গীটারের তারগুলি বৃষ্টিভেজা নির্মোহ দুপুরে
আকাশের শেষপ্রান্তে উদাসী বাউল হযে ফেরে।

ভিজে ঘাস, মাঠ, আকাশ গীটারের কান্না ভরপুর
মনিদীপা, তুমি আজ চলে গেছ প্রভূত সুদুর।           


























বিপুল ক্যানভাসে আমি ছবি আঁকি ছিঁড়ে ফেলি কিছুতেই মনমত নয়.
ছবির গভীর গর্ভে আকাশের রং ধরা অতীব কঠিন 




















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র