শাশ্বতী সরকার

মায়াজম
0


ঈশ্বর ঈশ্বরী








নক্ষত্রে ভরা উদোম আকাশের নীচে
তুমি আমি পাশাপাশি শুয়ে আছি
পৃথিবীর আদিমতম মানব মানবী।
আমার বুকের যাবতীয় সুখরস
স্নেহধারা হয়ে দুপাশে গড়িয়ে গেছে
নদীর মতন
নদীর দুধারে কৃষিজমি
ভরে গেছে তোমার বীজে
গজিয়ে উঠেছে নব নব চারা, নব নব প্রাণ
চারা ক্রমে গাছ হয়, বৃক্ষ হয়
ছায়া দেয় নবীন অঙ্কুরে
তুমি আমি পাশাপাশি শুয়ে
যুগ যুগ ধরে দেখে চলি
আমাদের সৃষ্টির অব্যাহত ধারা
অনন্তকাল ধরে তুমি আমি শুয়ে আছি পাশাপাশি
পৃথিবীর আদিমতম ঈশ্বর ঈশ্বরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)