বর্ণশ্রী বকসী - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

বর্ণশ্রী বকসী

                                                      স্বেচ্ছাচার










নৈশাব্দিক আবহ ভেঙে ছুটে যায় রাতচরা
পূব কোণে সন্ধ্যা তারার অবসানে শুকতারা
জেগে ওঠে, সময়ের ক্ষয়িষ্ণু ললাটে লেখা স্বেচ্ছাচার ,
অজস্র ব্যথার ভাঁজে যুদ্ধের দামামার বোল!
অন্ধ যবনিকা ক্রমে প্রগাঢ় হতে থাকে
খণ্ডিত বিবেকে চলে ধ্বংসের প্লাবিত বিন্যাস ,
এ জগত শ্রদ্ধাহীনের ঔদ্ধত্যের একনায়কবাদ
করিডোরে চলে প্রেমিক যুগলের দৃষ্টির
আদান প্রদান, অহংকারী নাবিকের জেদে
স্বেচ্ছাচারী দাপট শেষে দিকভ্রষ্ট  আর্তরব
বোবা কান্নায় ভাসায় সব কিছু মৃত্যুর পরোয়ানা ঘিরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র