মাটি থেকে আরও গভীরে
দরজাতে কড়া নাড়ে বিদায়ী যৌবন
ডানাভাঙা পাখির মত
খোঁজে অচিন লোক,
ভালবাসা উড়ে যায় অন্ধকারে
অভিমান বাসর রচে পরিখায়।
মাঝে মাঝে উঁকি দেয় শরীর
দু'পাড় ভেসে যায় বন্যায়,
বিষাদ সিন্ধু থেকে ঢুকে পড়ি নস্টালজিয়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন