সন্তু মুখোপাধ্যায় - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

সন্তু মুখোপাধ্যায়

                                        মাটি থেকে আরও গভীরে








দরজাতে কড়া নাড়ে বিদায়ী যৌবন
ডানাভাঙা পাখির মত
খোঁজে অচিন লোক,
ভালবাসা উড়ে যায় অন্ধকারে
অভিমান বাসর রচে পরিখায়।
মাঝে মাঝে উঁকি দেয় শরীর
দু'পাড় ভেসে যায় বন্যায়,
বিষাদ সিন্ধু থেকে ঢুকে পড়ি নস্টালজিয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র