বিকাশ দাশ - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

বিকাশ দাশ


                                                     সম্পর্ক ২










এবং আমাদের চেনা জানা গুলি
আরও বেশি আলোকিত হতে পারত ;
আরও স্পষ্ট ও লঘু হতে পারত
আমাদের ভালোলাগা- মন্দলাগা গুলি।
তোমাকে আর তেমন করে দেখা হবে না
জানা হবে না.... কোন উৎসবে
তোমার বাণী মাঠে ফসল ফলাবে ।

তুমি কী জানতে চেয়েছিলে ; আর -
আমি কী জানাতে পেরেছি.........
এই ভাবনায় মুখোমুখি চেয়ে
উড়িয়ে দিই সম্পর্কের বীজ।

ভেতরে ভেঙে গেলে -
মানুষের বাইরেটার কী দাম থাকে বলো?
কেবল বেচে থাকা শরীর
বয়স ফেলে রেখে যাচ্ছে ধূলোয়।
পাতায় পাতায় ভাসানের যে সুর বেজে ওঠে
আমরা অসহায় চেয়ে থাকি পরস্পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র