অরুণ সেনগুপ্ত - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

অরুণ সেনগুপ্ত

                                                      সার্কাস






অগোছালো দড়ি বেয়ে সার্কাস
জোকারের সাদা দাঁতে দর্শক
হাওয়ায় দোলে সব আরিব্বাস
ভুলে গিয়ে লহমার সব শোক ।

জলপাই বন পার হয় নদী
হলুদের ক্ষেত বেয়ে অঘ্রাণ
সাদা জামাদের আকাশ শয়ন
রাত হলে গায়ে দাগ কাটে ডোরা ।

আততায়ী ঘুম ভেঙে গান গায়
হলুদ পাতারা ঝরেনা মুখর
পারাপার কত শত ব্রিজ ভাঙা
বিকিরণে কত ব্যক্তিগত ওর ।

ধুতুরার বিষে মধু শিস দেয়
চুয়ে পড়ে ভাবীদের ঠোঁট বেয়ে
কষ লেগে থাকে শত বারীশ দে
হাহুতাশ অলি গলি ঘুরবেই ।

তাঁবু ফেলে মাখামাখি জোছনার
খাঁটি মাটি ভেজা লবণের জল
হৃদয় মাতোয়ারা হাসনুহানা -
ফুটেছে যখন নিভেছে সূর্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র