মৌমিতা চন্দ - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

মৌমিতা চন্দ

                                                      উপার্জন






মাথার ভেতর তাল বেতাল শব্দের সংঘর্ষ-
সমান্তরাল দুর্ঘটনা ঘটিয়ে চলেছে অনায়াসে,
বাঁ দিকে তখন তীক্ষ্ণ কান্নার জল..
নিঠুর বারনে কিছুতেই জানতে চাইনি-
প্রতিটা সিঁড়ির ধাপে কতো সুখ চাপা দেওয়া?

পলকে ফিরিনি আর..
দুধ- আলতা পায়ে চাল ছড়ানো মুখ
আমি ডুবে গেছি-
ভেসে গেছি নিমেষে,
ওলটে পালটে প্রতিপালন করে ফেলেছি নতুন যাপন-বোধ..

যে জীবন খড়কুটো খোঁজে
আমি তা উপার্জন করিনি কখনওই..
ঘৃণা করেছি তাকে

শত পথ পেরিয়েও-
প্রত্যক্ষ কামড়ে জীবন চিবিয়ে ফেলেছি
কয়েকগ্রাস...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র