মানিক সাহা - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

মানিক সাহা

                                                    আয় ঘুম!









তোমার চুল হলুদ ক্লিপের চুম্বনে আবিষ্ট হয়ে আছে
হলুদ শাড়ি কিন্তু তোমার নীল রং লুকোতে পারছে না
আমাকে সাম্রাজ্য দেবে?
ভোগ নয়, মোহময় ঘ্রাণ নিয়ে কেটে যাবে অনন্তকাল...
ছলচ্ছল শব্দ তুলে তুমি হেসে ওঠো
যেন হাসির ঝরনা থেকে নেমে আসে সুরের সন্তান
ক্লান্ত হয়ে আছি।
ভাঙা ডানা পাখিটির ছায়া
লেগে আছে আমার দু'চোখে...
তুমি ছুঁয়ে দিলে
তার কোল বেয়ে কান্না গড়িয়ে যাবে
তুমি দূরে আছো। বেশ ভালো আছো!
আয় ঘুম, তোকে আজই প্রেয়সী বানাবো।

৫টি মন্তব্য:

  1. উত্তরগুলি
    1. অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মতামত দেবার জন্য।
      হ্যাঁ, 'আজই' নিয়ে ভাববো।

      মানিক।

      মুছুন
  2. যেন হাসির ঝরনা থেকে নেমে আসে সুরের সন্তান ...ki je boli... asadharon bolle kom bala hobe... sesh line e aaj i preyoshee banabo... na hoye shudhu aaj hole ki kono parthokyo hoto? shubhechcha nirontor..

    উত্তরমুছুন
  3. এত সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

    আজই এর বদলে আজ লেখা যেত, তাতে কবির যে সংকল্প তা একটু হালকা হয়ে যেত। তবু আরো একবার ভেবে দেখবো।

    আবারো ধন্যবাদ জানাই। এমন ভাবে পাশে থাকবেন।

    মানিক।

    উত্তরমুছুন

Featured post

সোনালী মিত্র