রিয়া চক্রবর্তী

মায়াজম
0
                                       তুমি আর আমার মহাপৃথিবী











তুমি কাছে এলেই
আমার বেঁধে রাখা প্রেম
সমস্ত শিকল ছিঁড়ে বেড়িয়ে আসে।
চুমুতে চুমুতে ভরিয়ে দেয়।
আর তখনই আমার সর্বক্ষণ
কল্পনায় সাথে থাকা অনু অনু তুমি গুলো
দারুন বিদ্রোহে ঝড় তোলে
আমার চোখ তখন তুমিময়।

শরীরের উজানবেয়ে নামে লাভার স্রোত
তুমুল বৃষ্টি আমাকে ভাসিয়ে নিয়ে যায়
জেগে উঠি বৃষ্টি স্নাত হয়ে, বুকে তখন
ছলাৎ ছলাৎ, উথাল পাথাল ঢেউ।

তোমার প্রশ্বাস আমার শিরায় শিরায়।
গিরি গুহা উপচে পড়ছে ম্যাগমা স্রোত
ধীর লয়ে বেজে চলেছে ট্রাম্পেটের সুর।
চারিদিকে থৈ থৈ ভিজে ফুলের রেণু।

তারপর সুর্য ক্লান্ত হলে, রণক্লান্ত
আমি শিশুর মতো খুলে দিই
পৃথিবীর ওপরে ঘুমের বাঁধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)