অভিমন্যু

মায়াজম
0
                                       মন কা রেডিও









          আরে বাবা আপনি যখন মানুষ (মান হুশ না থাকলেও) হিসাবে জন্মেছেন, বলি হওয়ার যোগ্য পাঁঠা বা রোস্টের মুরগিও নন, আর ইতিমধ্যে কিছু পুঁথি পড়ে ডিগ্রী হাতড়েছেন বা হাত-রাবার প্রাকটিস সারছেন, তাহলে এতো চিৎকার কেনো? এটা আপনার শ্রেষ্ঠত্বে কী দাগ লাগা নয় !!
ও বুঝেছি, কলকাতা ঘুরে বেশ কিছু উঁচু বাড়ি দেখে আপনার ফিচলেমির (ফাজলামি থেকে উচ্চ তোলার) শখ জেগেছে, তো আবার সু-স্যাইড এর ভয় দেখান কেনো?
ভুলছিলাম, আপনি তো ‘পালকের কাছে ঝড়ের’ সংজ্ঞা জানতে চেয়েছেন আর গোবরের থেকে গ্যাস। ওটা না জেনে আপনি উহলোক(দেশী ইহলোক ছাড়িয়া দিলে যা থাকে) যেতে পারবেন না।
তাই বলছি লাফিয়ে পড়ুন ১৫-১৪-১০-১১ বা আঠারো যে তলা থেকে খুশি লাফিয়ে পড়ুন, যদি প্রথমেই মাটি ফুড়ে চলে যান পা-টালে তাহলে একটা মেট্রো (ঝিমুনি আসলে নিজেই দরজা বন্ধ করুন, যে দায়িত্ব আপনারই) নিয়ে চলে আসুন ধর্মতলায়। ক্ষতের গায়ে স্মৃতির প্রলেপ লাগানো হয়ে গেলে এবার চলে আসুন মিলিলিয়াম গোছের কোনো পার্কতে, যেখানে গঙ্গা এখনো দুশোচ্ছে(দোষ-দূষণের মাঝামাঝি যা কিছু) আর তার দৃশ্য লেন্সবন্দী করালেই শোরগোল হবে বছরে, আর কিছু ভার্চুয়াল খেয়াল, দেওয়াল ও লুডো দাবার চালাচালিতে, আর পুরোহিত হলে ভীত পিছিয়ে যাবে পুজো।
কিন্তু কোথায় কী দোষ-দূষণ ছাড়িয়ে শুধু সবুজ-আয়ন(ই-স্ত্রী বা ইস্পাত ছাড়িয়া), যখন আপনার প্রিয় গানটা হতেই পারতো ‘সবুজে সবুজে মন কেমন করে’ বা ‘এ আকাশ সবুজ সবুজ, এ মাটি...’ আর নো-কিসিং জোন দেখে @##$$%^&*~
তাহলে বলি ওসব না দেখে একটা রেশনহীন লাশ যোগাড় করুন... তার আগে ঠাই ঠাইয়ের হিসাব মেললেই আপনার প্রোমোশন একবারে ১৩ তলায়।
বুঝেছি আপনি নিরীহ(নরের শ্রেষ্ঠ অহংকারে আ-শক্ত) ও অমাইক(কোনো অবস্থাতেই মাইক আপনাকে চায়না) ও পোশাক পাল্টানো ভদ্রলোক, তাই আপনার ধাঁধা(যার থেকে আপনি জটিল নন) লেগে যাচ্ছে, তাই বলছি বোটের ডুনডাঙ্গ সুরে টুংটাং বা ঝিনচ্যাক কোমর দোলান, দেখবেন শরীরটা অসম্ভব হালকা, মাঠ ও মাথা পরিষ্কার হচ্ছে অঙ্কগুলো মনে পড়ছে, ধুম-ধাম বা ঢিসুম ঢিসুম আবার ভালো লাগছে....
এই অফার না পছন্দে আবার লাফ দিন একই জায়গা থেকে তবে এবারে নিশ্চিত মম-কাশে(মহাকাশ বা শুধু কাসের মাঝামাঝি)যাবেন, তখন কমিউনিকেশান গ্যাপের জন্য আমাকে দোষী করবেন না, আমার কাছে এফএম নেই যে আপনাকে রেডিও শোনাবো (আকাশবাণী কে ডাকতে পারেন, মনে হয় না কিছু স্ক্রু ঢিলে হবে) তাই একটু ওয়েট করুন,
পৃথিবী মঙ্গলময় হোক এই আশা রেখে সামনের অ-বসন্তে আপনাকে একটা রেডিও গিফট করব । কাফ-সিরাপ আছে তো?
মন কা রেডিও

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)