তন্ময় বসু - মায়াজম

Breaking

২০ সেপ, ২০১৫

তন্ময় বসু

                                                হায়ারোগ্লিফ্কিস্





আদি ধর্মরা সব কি এক্কেবারে লুপ্ত, ধুয়েমুছে সাফ্?
দেবতারা?
তেনারা কি সবাই অদৃষ্টের শিকার?
জাদুঘরে অথবা বিলিয়নিয়ারের সংগ্রহশালায় আশ্রিত?
নাকি কোন গোপন ষড়যন্ত্রে লিপ্ত - হৃতগৌরব পুনরুদ্ধারে?

যত দৈববাণী, গোঙানিতেই শেষ, তারপর ভাষাহীন
নিয়মরক্ষার কবন্ধ অথবা পিচ্ছিল রক্তাক্ত যোনী -

প্রাচীন ধ্বংস দেবতারা একজোট -
একঈশ্বর উপাসনা ঘর, বহুমুখী দেবালয়
আক্রান্ত ছোঁয়াচে বিষে।

শাসনতান্ত্রিক হাসি
ধর্মতান্ত্রিক গুরুগাম্ভীর্য -
রক্তরঙা বিজয় নিশানে
আদি দেবদেবীর অট্টহাসি!

সেথ্ শনির জারজ সিংহাসন
অকালমৃত্যুর হায়ারোগ্লিফ্কিস্।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র