দেবাশীষ দাস

মায়াজম
0
                                               বেওয়ারিশনামা



আজকাল রাস্তা অ্যাতো পিছল যে, পা রাখাই দায়!
গ্রামোফোনে প্রেম প্রেম রব আসে কানে।
কানে বাজে vibration সময় অসময়ে।
রাস্তায় নেমে সামঞ্জস্যের কতো reflection! 
নাম চুল গন্ধ দ্বন্দ্ব সবই ভিড় করে রাস্তা জুড়ে,
পিচ জুড়ে;
তীক্ষ্ম জারজের বিষ মস্তিষ্কে,
পিছলে দ্যায় রাস্তা!
ভিজে যায় পরিবেশ।
ময়লা আবর্জনার ভ্যাপসা গন্ধ বাতাসে;
অক্সিজেন মাস্ক পড়া পৃথিবীতে
জীবন দেখি লাপাতা!
সূর্য ডুবেছে দেখি,
গোধূলির আলোয় কতো মায়া লেগে আছে;
আর আছে রক্ত ,রক্তছাপ;
সোঁদা মাটিতেও তার ছায়া লেগে আছে।
জল না রক্ত?
আঙুলের ডগায় বিস্বাদ,অবসাদ!
আগাপাশতলা কেবল বরবাদ!
ভয় হয় রক্ত-জলের,
কালসলিলে কালসিটে রক্ষণাবেক্ষণের তাগিদ;
ভেসে যায়..বেনামে স্নাত হয় পরিচয়।
ভুল আশ্বাসে বোতলবন্দী ইচ্ছেরা খাবি খায়,
আর জড়িয়ে ধরে আমায়।
তাবৎ মুখোশ-ট্যাট্টুতে বদল হয়না রদের,
মূকাভিনয় দ্যাখার সুযোগ নেই!
বাজে অভিনেতা বনে যাই।
অ্যাতো পিছল ক্যানো পথ?
ভয় হয়,মুখ থুবড়ে পড়ি যদি!
শূন্য হাতে ফিরতে হবে,
নিভে যাবে গোধূলিরও আলো!
প্রত্যন্ত আঁধার খাটো করে দেবে,
আমায়...আমার বাসভূমি!
আদতে মিথ্যে বেসেছি ভালো!!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)