সোনালী মুখার্জী

মায়াজম
0
                                              মশাল






 কি কঠিন রোল দিয়েছ পরিচালক হে
আমি চন্দ্রমুখী আর আমিই শরতশশী "পারো "?
কত সিঁড়ি পায়ে ছুঁয়ে যাই সাদা লাল শ্বেত পদ্ম লতা
বরণের দুধেআলতা কোঠি বাড়ি ঘুংগুরের বোল
ভ্রু ভংগেতে তিরছি নজর ভিতরে ষোড়শী রাকা আলো
ঘরের পুজোর শাঁখ আম্রশাখে সিঁদুরের ফোটা
আর গভীরে গহনে ফুটন্ত গরল বিষ।
আমার সহজ হল চন্ডী পাঠ বোঝা
আমি আমি টুকরো টুকরো আয়নার মুখ
অহম দুর্গে বলা দশ মহা বিদ্যার রূপ
নিজেকে দেখেই স্থির স্থির হয়ে থাকে রংগিন তাসেরঘরে
ছবি আঁকে আদ্যা শক্তি টুকরা তেহাই
সেতারের ঝালা আর তিন তাল সমে পড়ে গেলে
হর রোজ জড়োয়া ঝুমকোয়
রাজ রানি সাজায় আমায়
ডিমান্ডিং চিত্র নাট্যটাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)