ওই গাছটায় একটা আপেল ছিল
আমি সেটা আড়াল থেকে দেখেছিলাম...
নারীদেহ দেখার মতো লোলুপ দৃষ্টিতে নয়..
তবে সে এক অন্য চাহনিতে...
তাও ছিল নিষিদ্ধ.....
ঐ যে একটা সূর্য ছিল
সে নাকি পৃথিবীর চারপাশে ঘুরত !
সময়ের কাঁটার মতো !!
সেটাকে ভুল বলাটাও তো ছিল
নিষিদ্ধ.....
এলোকেশীর চুল খুলে,
কোথাও স্মিত বস্ত্রে,,
কোথাও হিজাব ছাড়া,,,
তাও তো নিষিদ্ধ ছিল
কিংবা,
এখনো বহাল আছে.....
কপর্দক শূন্য হয়ে ধর্ষিতা,
সমাজের কাছে
হয়ে ওঠে নিষিদ্ধ,
আওয়াজ তোলা’টা..
সেই নিষেধের বিপক্ষে...
তাও যে নিষিদ্ধ.....
‘চলচ্চিত্র-চুম্বন’
তা সে যতোই বাস্তবের আঁকি-বুকি কাটুক
আদিম মনের ভেতরে,
তাও যে অপসংস্কৃতি...
তাও যে নিষিদ্ধ....
শাসক শাসন করবে,
প্রাণ যদি নিয়েই নেয়’
তবু অন্যায় যে অন্যায় নয় !!!!
বিপক্ষে কথা বলাই তো নিষিদ্ধ.....
দিন শেষে প্রেমের স্নান চাদরে....
আর শরীরী ভাষায়,
চিত্রায়িত যৌনতা ভুলে থাকুক দিশাহীন
অন্তরে,,
ছুঁয়ে যাক গভীরে,,,
ভালোবাসা.. নিষিদ্ধ থাক......
সুচিন্তিত মতামত দিন