সায়ন ঘোষ

মায়াজম
0
                                 দেহ কলা তত্ত্ব 





১.

ইল্যুমিনেশান হাতড়িয়ে পার খুঁজে পেলাম
শুরু হলো প্রাথমিক গবেষণা।
বীর্যের নেপথ্যে যে গাছটি এখনও দণ্ডায়মান;
সেটি এখনই শুয়ে পড়লো
স্নানঘাটে স্নানরত কোনো নারীর পায়ের কাছে।
নিমেষের মধ্যেই কুলফি গলে গিয়ে তৈরী হলো এক প্রান্তিক সাইলেন্ট পাঠাগার।

২.

সোজাসুজি তাকাতেই দেখলেম লুসিফার চাউনি
কয়েক ছটাক জ্যোতিষ্ক ছড়িয়ে পড়লো পাশে, গঙ্গায়।
কয়েকটি ছোটো ছোটো ওয়েভ..
তারপরই মাঝগঙ্গায় নৌকো নামিয়ে শুরু হলো ওরাল টনিক।

৩.

দূরে একটি ভাইব্রেটর ডানা মেলে ছট্‌ফট্ করতেই
এস.টি.ডি বুথের ভেতর থেকে বেড়িয়ে পড়লো সিলভার কয়েন।
কুমীরের বড় হাঁ-এ ঢুকে গ্যালো তিনতলা বিল্ডিং
পাশের ফুলগাছগুলি পাড়ি দিল ডেনমার্কে, ব্রাজিলে।

৪.

ব্রেকফেল হতেই গাড়ি থেকে নেমে মসৃণ হাইওয়েতে লিটার লিটার পেট্রোল ছড়ালাম।
প্যাসিফিক ওশিয়ান সাঁতরে পার হলাম
শুরু হলো ড্যাজেল প্রতিযোগিতা
তারপর নাটকীয় মোড়কে সমুদিত হলো এইসব প্যাডেড স্যাকারিনযুক্ত মাছরাঙ্গা হিস্টোলজি।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)