মনোজ কুমার দে

মায়াজম
1
             
                                       সম্পর্ক : শিরোনামহীন









এখন তো আর চিনতে পারিস না।
না পারাটায় স্বাভাবিক।
চিনতে পারা মানে তো
আবার ভুলের কাছাকাছি যাওয়া....

কিছু সম্পর্কের নাম হয় না,
আবার,
কিছু নামের মধ্যে সম্পর্ক হয় না।
যেমন আমি আর মুখার্জ্জী.....

বিয়োগ মানেই তো দুঃখের।
দুঃখের সাথে চোখের এক সহজাত সম্পর্ক।

তবুও,
কিছু দুঃখ জলহীন, শুকনো, কবিতা।


২) "স্বাদ"

যেভাবে, ----- গাছেরা কয়লা হয়ে ওঠে

আর, আমরা
কয়লা পুড়িয়ে
তার যৌবন রান্না করে খাই।

তুমি দেখবে,
একদিন আমার অনুভূতিগুলোও
কয়লার মত জ্বালানী হয়ে উঠবে।

আমি বর্ণমালা কুচিয়ে
কবিতা রান্না করব।

তুমি চেখে দেখো।



৩)
"মন খারাপের কবিতা "


ভাল্লেগা না মেঘলা দিনের বিষণ্ণতা
সাবধানে যাও, রাস্তা জুড়ে শ্যাওলা রাখা।

আকাশ জুড়ে খামখেয়ালি রোদের খেলা
ছাদের ওপর ইত:স্তত কাপড় মেলা।

তারই মাঝে বিদ্যুতেরা দিক পাহারা
ব্যর্থ করে নামবে দেখ বৃষ্টিধারা।

এমন দিনে তোমার সুর ভীষণ বাজে
শ্রীকান্ত নয়, শ্রাবণী নয়, তোমায় খোঁজে।

হাত চলে যায় অসাবধানে ফোনের বুকে
শব্দরা আজ মেসেজ হবে তোমায় ছুঁতে।

ব্যক্তিগত উচ্চারণের ধ্বংস স্তূপে
বিরক্তিরা নামবে দেখ বারুদ রূপে।

আগুন হয়ে জ্বলবে ওরা নিজের মত
তুমি তখন কফি কাপে চুমুক রত।
- মনোজ কুমার দে।

একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন