বৈশাখী রায়চৌধুরী - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

বৈশাখী রায়চৌধুরী

                                       প্রিয় বেনামী 





বুড়ো বটগাছের সবচেয়ে প্রাচীনতম পাতাটির ভাঁজে তুই তুই গন্ধটা চিরকাল লেগে থাকবে।
মৃত্যু তোকে প্রতিনিয়তই নতুন করে তুলেছে রে বেনামী।
আর আমাকে একটু একটু করে টেনে নিয়ে যাচ্ছে এক সর্বনাশা অসুখের দিকে।
সম্পর্কের দড়ি টানাটানি খেলায় এক বিনি সুতোর টান অনুভব করি তোর সঙ্গে।
ভয় নেই সুতো ছিঁড়বে না কারণ এই সুতো যে অশরীরী। 
না ভালোবাসি বলে কোনোদিনই অস্পৃশ্য করবো না তোকে।
কিন্তু গতিময় জীবনের শেষ স্টেশনটা পেরোনোর আগে তোকে শুধু একবার বলে যাব, আসছি রে।
আবার দেখা হবে নতুন রূপে নতুন রঙে এই বুড়ো বটগাছটারই নিচে।
শুধু এইটুকুই অনুরোধ সে দিন আমার একটা নাম দিস রে বেনামী।

৪টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র