মহাযান
অনন্ত জ্বলে ওঠে কিসে
জলের ওপর তরল আগুন ছিল
সে জানে
মায়াবী লতাগুল্মে জুড়ে যায় জল
ডুবে যেতে যেতে মনে হয়
কি স্বাদু
দু-নরম , আরও নরম হয়ে আসে
যাবতীয় কোমল
আরও কোমল হয়ে যায়
বুকের ভেতর ঢুকে পড়ে
আনন্দজল
সেই জল
ডোবায় না ভাসে
মন জানে
মুখে ভরে জাগে আরামিয়া মধু
প্রিয়তমে
হাতড়ায় খড়কুটো
তলিয়ে যায়
আরও নিচে
তলসীমাহীন উলম্ব ওষ্ঠ
ঘামে
কামে নয় ভালবাসায় নয়
মিশে যাওয়ার সকরুণ টানে
সত্ত্বাহীন কি এক উচাটনে
বুকের ভেতর থেকে যাবতীয় আলোছায়া
নিঃশব্দ আর্তনাদে
উড়ে যায়
অনন্তের গানে
মহাযানে
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন