চিদাকাশে
আজ প্রভাত আলোয় উদ্বেলিত ভূধর,
তৃষিত ধরণী শৈত্যের আবাহনে রত ৷
বিন্দু কিশলয় হয়ে ঝরে পরে বিনম্র শিশির,
অবরুদ্ধ দ্বার খুলে রেখেছি নয়ন নয়ন মুগ্ধ পানে৷
এক আবাহন পত্র হাতে পেলাম,
মেঘরাজি ভেদি সুকিরণ প্রলিপ্ত করে ঊষার আশিষে৷
মূহুর্তে ঈষৎ সচকিত!
হায়! একি দেখি!
আলো সে তো অমূল্য মহাপ্রকাশ!
জাগতিক শীতলতা আনে, হানে সন্ত্রস্ত উপচার৷
দেখি জ্ঞাত গর্ভে,
এ মহাকাশ, এ মহাশূন্য
শত সহস্র কোটি প্রভাকর শশী/ প্রণাম জানায় সে মহাভাগে ,
যাঁর বিন্দু ছটায় আলোক মুগ্ধ কোটি ব্রহ্মান্ড!
আমি ছুটি,
অসত্য ত্যেজে সত্যে
ভূ হতে ভূমান্দে ... চিদাকাশে৷
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন