এসো তুমি
আচম্বিতে এসো একবার –
স্পর্শে ভরাতে মুখ ;
চারপাশ বড়ো ফাঁকা হয়ে আছে।
নোনা আর কটু স্বাদে ভরে আছে ঠোঁটের পাপড়ি দুটি।
একটু পালক-স্পর্শের জন্য কতদিন আমি –
অনাদরে আছি অপেক্ষায় !
দাউ দাউ করে জ্বলছে সব।
লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে আমার সত্তা, আমার সবকিছু।
একটু প্রেম দাও আমায় –
দুহাত তুলেই নাহয় নাচি, তোমার সাথে।
আঙুলে আঙুল জড়াই –
মাধবীলতার মতো ফুটে উঠি পুনর্বার।
একটা কিছু চাই –
জড়িয়ে ধরে শান্তিতে ঘুম।
অসহায় হয়ে আছি !
...সত্য, ত্রেতা, দ্বাপর চলে গেছে কবে ! –
সাথে সাথে চলে গেছে বাবা-মা-দাদু-দিদা’রা,
বাকি রয়ে গেছে কলি, আর –
আমাদের মত কলি’র রাধাকেষ্টজনে।
একটু প্রেম দাও –
একটা চুম্বনে’র স্পর্শে ভরে উঠুক –
আমার অসহায় ক্রান্তিকাল।
একবার এসো, এসো একবার প্লীজ ;।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন