তুষ্টি ভট্টাচার্য

মায়াজম
0
                                               নতুন মানুষ            









সে এক পুরনো অভ্যেস-
এক ঠ্যাঙে দাঁড়ায়, দাঁড়িয়েই থাকে।
সে এক পুরনো ঝোলা-
অকাতরে বিলিয়ে দেয় যত ঝুল আর খাঁড়ি।
সে এক পুরনো নদী-
কুলকুল বয়ে এসে স্থির থাকে মোহনার কাছে।
সে এক অসীম খাদ-
বারেবারে প্রলোভন দেয় ঝাঁপ দেবার।
সে এক পুরনো মানুষ-
কেন যে কাঁদে অসহায়তা মেখে!

নতুন দিনের দিকে ফিরে থাকে অভ্যেসের পাশবালিশ
অনভ্যেসে এপাশ ওপাশ-
নতুন কায়দার হ্যান্ডব্যাগে গুছনো ক্রেডিট
নতুন কাটা খাল থেকে অহরহ কুমীর কুমীর
ঝকঝকে খাদে নেমে যাওয়া বাঁধানো সিঁড়ি বেয়ে
নেমে আসে হাসিমুখ নতুন মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)