ঈশ্বরের তেরোটি মিসডকল:
এখানে আগুন দিয়ে বাসনপত্র মাজা হয়।
গোলাপজলে শৌচকাজ চলে।
কুয়াশা ঘনিয়ে এলে গাধার পিঠেতে উল্টোমুখ
নেড়া মাথা, ঘোলে স্নান - ঈশ্বর নামেন ময়দানে।
দোবড়েচ্চ্যাং তিনি - নিয়ত স্বাধীন পেন্ডুলাম।
মিছিল সম্মুখে তিনি - এবং পশ্চাতে।
নির্বাক স্লোগানে ফাটে গলা।
আমার স্বপ্নে তিনি ক্রমাগত আয়না পাঠান।
মুখ দেখা যায় না-যাকিছু দেখার সব ভুল করে দেখে ফেলে
প্রচণ্ড শীতে ঘেমে নেয়ে উঠি।
বিছানার পাশে দেখি সীমাহীন ক্ষুধিত নাইট ল্যাম্প।
স্মার্টফোনে জেগে ওঠে ঈশ্বরের তেরোটি মিসডকল।
একটি মন্তব্য পোস্ট করুন
1মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন
একটি মন্তব্য পোস্ট করুন
3/related/default
ও! অমর্ত্য নাম হলেই কি ভালো লিখতে হয়! সুন্দর!
উত্তরমুছুন