আবার কখনও এমন ভাবে যদি দেখা হয়ে যায়
রৌদ্রে পোড়া দিন আমার সমস্ত ঋন শোধ করে দিক
ঘুমন্ত পাখির ডানার তলায় জেগে থাকুক নালিশ
নির্মম জখম সেরে উঠুক দ্রুত
দূরে কেঁপে ওঠা চোখ
মাতৃ বন্দনায় দীর্ঘজিবি হোক
যদি তোমায় ডাকি গোপন ইশারায়
অনতিকাল চুমুর শেষে
চাঁদের ফেনা গড়িয়ে এসে
ধোঁয়ার মতো জমাট থেকে যায়
অঙ্গারের থাবার নীচে উপোষ জ্বলে উঠছে মিছে
মরুঝড়ের সাহসী সিমানায়
একটি দুটি প্রানের ফের
দু চার পালক ব্যবধানের
নিভৃতিটুকু বাতাসে ভেসে যায়
ছাইয়ের সাথে বাতাসে ভেসে যায়...
সুচিন্তিত মতামত দিন