প্রণাম
দায় অথবা দয়া--- বন্ধন এভাবে অনেকটা বেঁধে ফেলে আমাকে
যে গান শোনাতে চাই মধ্যবিত্ত দাঁত তা শোনাতে পারে না
ঘরের একপাল্লার কাঠ আমি আজ , বাক্সের ভিতরে কোথাও
হাওয়ার অর্ধেক , বাজি ধরে বলতে পারিনা গাছ ছিলাম কীনা কি না কোনোদিন
আজ শুধু শূন্য আর ছুঁয়ে থাকা শূন্যতার ঘ্রাণ
প্রতিদিন কড়া নাড়ার স্পর্শে চমকে ওঠে
তবু রাস্তায় , মাঠে , জলে সবখানে
আমি আমার প্রণাম রেখে যাই অদেখা মানুষের পায়ে
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন