অর্ণব চৌধুরী - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

অর্ণব চৌধুরী

                                                           সহপাঠী










কত কাজ রয়ে গেল ; কত কাজ করতলে জমা
শরতের মত্ত স্রোতে তুমি যেন একা উঠে এলে
সকল সূর্যের শেষে জীবনের নিবিড় মহিমা
হানা দেয় বারবার ; দূরে থাকা স্থির মহাকালে
চলে গেছে কত রাত, অক্ষরের পরম নেশায়
অবশেষে কাছে এসে সহপাঠী ভাগ করে শ্বাস
বিষণ্ণ কাতর সেও; আড়চোখে বিদ্রূপ মেশায়
প্রেমহীন মাতৃস্নেহে জেগে ওঠে বিপন্ন নিঃশ্বাস
এই ভাবে প্রতিদিন মুখ গুঁজি আদরীনি  বুকে
মুখোশ খোলোনি তবু, অসামান্য জোয়ারে ভাসাও
আমাকে জেনেছ তুমি ! নাকি এই প্রেম ছিল শখে
মরণের পাড়ে এসে কিছু আজ সত্যি বলে যাও
সহপাঠী ছুঁয়ে থেকো, শুষে নেব সমস্ত সম্ভব
করতলে জমা হবে, করতলে ভেসে যাবে সব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র