ফায়ার প্লেসের পাশে
আপেল বনের পাশে তোমাদের ছোট প্রিয় বাড়ি।
ওখানে বরফ জমে ,ফায়ার প্লেসের পাশে আড়ি
পেতে নরম বিড়াল সারাদিন শুয়ে থাকে ঘরে;
হাওয়ায় হাওয়ায় কিছু হলুদ পাতাও পড়ে ঝরে -
তাদের স্বপ্নের পাশে শীতের চাঁদের বাড়াবাড়ি
আমার বেশতো লাগে!তোমার কি ওই আড়া আড়ি
পাহাড়ের ভালো বাসা নীলাভ দুচোখে পড়ে ঝরে?
নরম বিড়াল দেখো আমারও স্বপ্নে এসে ঘরে
কেবল রহস্য রাখে ,দুই হাতে ছুঁয়ে দিই তাকে।
ওখানে বসন্ত এলে পিয়ানোর শব্দে -নীল ফাঁকে
কেউকি নীরব হয়ে খোঁজে তোমাকে আমাকে!
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন