ঈশ্বরকথা
কার্তিকের রাতে ঈশ্বরকে আপাদমস্তক গামছা মুড়ি দিয়ে
ঘুম দিতে দেখা গেছে ওভারব্রীজের ওপর
কতো পা কথা চলে গেছে গন্তব্যে বা গন্তব্যহীন
ভ্রূক্ষেপহীন ঈশ্বরও গভীর ঘুমের ভালোবাসায়
হিমমাখা চাঁদের ভেতর কে যেন জেগে তখনো
বুনে যাচ্ছে সোয়েটার আসন্ন শীতের কথা ভেবে
আর কারা যেন কোথায় সোনা পাবে বলে
খুঁড়ে চলেছে অবিশ্রাম নিজের ভেতর
তর তর করে বয়ে যাওয়া রাতে টুপটুপ করে ঝরে�
বেছে নিচ্ছে শিউলিরা ঘাসের বিছানা
তলায় আরো তলায় থিতিয়ে যাচ্ছে
গুপ্তধনের ঠিকানা কানাগলি পেরিয়ে
ঈশ্বর পাশ ফিরে শুয়েছেন ওপরে
নীচে শেষ ট্রেন ছেড়ে যাচ্ছে প্রান্তিক স্টেশন
অস্থির বাড়িগুলো শান্ত হয়ে বন্ধ
করছে জানালা
নালার পাশে ঘুমিয়ে পড়ছে কুকুরেরাও
ঈশ্বর বোঝাপড়া করে নিচ্ছেন যমের সঙ্গে
নচিকেতার মতো তীব্র নৈঃশব্দ্যে
জমাট অন্ধকার অস্বস্তির অনেক প্রশ্নের মুখোমুখি
ফিরিয়ে দিচ্ছে সেই ভোরকেই
দিব্যি হাসিমুখে মোট বয়ে নিয়ে যাচ্ছেন ঈশ্বর .....
একটি মন্তব্য পোস্ট করুন
1মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন
একটি মন্তব্য পোস্ট করুন
3/related/default
দারুণ লাগলো
উত্তরমুছুন