মিঠুন চক্রবর্ত্তী - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

মিঠুন চক্রবর্ত্তী

                                               উত্তরসূরি









সন্তানের হলুদ পাতার মতো চোখ দেখে,
রোজ মাথা রাখি ঝলসানো রাতের গন্ধে।
নোনা দেওয়ালে ঠাকুরদার ছেঁড়া রূপকথা,
আমার 'অমরত্ব' ঘুম হাতে কুয়াশায় ঢাকা।

এইখানে ঠিক এইখানে একদিন দাঁড়াত
নয়ানজুলির গায়ে বট- অশ্বত্থের দীর্ঘ ছায়া।
এইখানে ঠিক এইখানে একদিন নামত
অযুত দূরত্ব মুছে নক্ষত্রের বিশাল পাড়া ।

বাবা এখনো একাকী সেই গল্প পেড়ে আনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র