পলাশ কুমার পাল - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

পলাশ কুমার পাল

                                           হেঁটে যাই






বুকে মৃত নদীর মতো শীত
কুয়াশা,
হেঁটে যাই রোজ...

বালিতে পায়ের ছাপ পেছুটান।
পেছন ঘুরলেই অতীত
ক্রমশ...

হেঁটে যাই...
ঝরাপাতা দলিত করে।
মড়্মড়্‍ মরমিয়ায়
বাউল গেয়ে ওঠে একতারায়
একাকী সুর-

হেঁটে যাই...
তুমি নেই, তুমি আছো;
মাঝখানে সত্তা
অনন্ত পথে পৌষমেলা খুঁজে যায়-

বাউল বাউল পথ।
হস্তশিল্প, মিলন, ক্ষুধা...

ঋণ শব,
হেঁটে যাই অনন্ত পথ...

1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র