বুবু সীমা চট্টোপাধ্যায় - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

বুবু সীমা চট্টোপাধ্যায়




                                                    সাতরঙ 











এলোমেলো ভাবনা দিয়ে সাজাবোনা
আর তোমাকে , রামধনু রঙ মুঠোয় নিয়ে
পিচরাস্তায় ছুটতে ছুটতে যে পাগল
আকাশের গায়ে রঙ ছুড়ে ছুড়ে দেয়
তাকে আজ জলবারান্দায় বসিয়ে
অযুত রঙ শুষে নিয়েছি ।
সে রঙ দিয়ে সাজাবো তোমায়
কনক কাঁকন ধূলায় ফেলে
লাল মোরামের নীল দুপুরে ।
পাগল একটা সুর চেয়েছে আমার
কাছে ,বাঁশির রন্ধে তর্জনীর
ঐ আদর দিয়ে সাজিয়ে নেবে
মন দেওয়াল । চাইলো বলেই দিতে হবে ?
মোরগ ঝুটির রঙ নিংড়ে দাড়িয়ে
থাকা বাসস্ট্যান্ড এর চুপসে যাওয়া
মেরুন গোলাপ পাপড়ি মেলে ।
সুর কখনো দিয়েছিলাম কি ?
কারোর কাছে ?ভুলের কথা বহুত আছে ,
বেতাল সুরে গান গেয়ে তাই পাগল ভুলাই;
দুকলি গান গাইতে গেলেই
পাগল আমার রঙ ছুড়ে দেয়
আপন মনে ।খানা-খন্দের ডুবো জলে
পা চুবিয়ে , রামধনু রঙ ছুড়তে থাকে ।
সব রঙ তাই পিছলে গেছে
কৃষ্ণচূড়ার মগডালে ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র