মানস চক্রবর্ত্তী

মায়াজম
1
                                      মাছ ও স্বপ্নের সাঁতার







একজোড়া মাছ প্রেমে অপ্রেমে সাঁতার জুড়েছে
গা থেকে ছিটকে আসছিল নীলেন শব্দ
ওদের উলঙ্গ সাঁতার থেকে

জল খুঁড়ে খুঁড়ে দেখি গোপন স্বপ্ন
ঠান্ডা মায়াময় শ্যাওলার মত নরম

সাঁতারবাজ মাছদুটোর মুখে মুখে
আহা যেন ঢেউ ঢেউ স্বপ্ন সাঁতারে

আমিও পাখনা সেলাই করে
জলে ডুবি
আর হন্যে হয়ে কী যেন খুঁজে মরি

অপেক্ষা ক্রমশ দীর্ঘ হয়
তার ছায়া পড়ে সমুদ্র সীমায়



একটি মন্তব্য পোস্ট করুন

1মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন