জয়ীতা ব্যানার্জী গোস্বামী - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

জয়ীতা ব্যানার্জী গোস্বামী

                                                           জন্মান্তর









হয়তো,কোন এক জন্মে তুমি তপস্বী ছিলে ।
কঠিন সংকল্প নিয়ে শরীর পোড়াচ্ছ,
ঝড়ের মুখে দাঁড়িয়ে আছো পাহাড়প্রমান গৌরবে ।
আকাশ ভাঙ্গা জলে ভিজে যাচ্ছে তোমার সম্পদ ।
পৌরুষ,পৌরুষ শুধু পৌরুষ -
তোমার সাধনার পায়ে মাথা কুটে মরছে একটা আস্ত নদী!
তুমি অবিচল, অহংকারের আবরণ ছুঁয়ে আছড়ে পড়ছে টুকরো টুকরো জল ।
আর আমি !
হয়তো ঝিনুক ছেনে খুঁজে চলেছি মোনিমুক্তোর জীবাশ্ম !
মাটিতে মাটিতে ঘষে জ্বালাচ্ছি আগুন ।
পাথরে কেটে গড়ছি তোমার অবয়ব !
এক বুক তুফান নিয়ে আকাশ ভাঙছি নিজের ভেতর !
বলো তপস্বী,কোন পৌরুষ ফেরাবে আমায় গোমুখ পেরিয়ে নদীর উত্স থেকে ?

তাকিয়েছিলাম বজ্রাহত গাছটার দিকে-
তোমার কথা মনে পড়লো!
আকাশ ছাপিয়ে তখন বৃষ্টি নেমেছে,
আর আমার সর্বাঙ্গ জুড়ে তড়িতাহতের আত্মা !
ফ্যাকাসে চোখে তোমায় দেখছি! পাহাড়চূড়ায় ধূলি ধূসরিত অর্ধনগ্ন !
আবেশে আঁকড়ে ধরেছি গলার মুক্তমালা !
তবে কি খোঁজার শেষ ! !
তবে কি জন্ম জন্মান্তরের সেই অদ্বিতীয় কল্পপুরুষ সাধনা শেষে এসেছে নদীর উৎসমুখে !
হাত রাখো হাতে,স্ফুলিঙ্গ আজ পুড়িয়ে দিক সাত জন্মের সতীত্বের গৌরব !
সাধনা পূর্ণ হোক ।


1 টি মন্তব্য:

Featured post

সোনালী মিত্র