চন্দ্রশেখর ভট্টাচার্য

মায়াজম
0
                                              চতুর্দশীর চাঁদ











রাত ছুটে চলে প্ল্যাটফর্ম চিরে, আকাশের অবসাদ...
ফাঁকা কামরায় জ্যোৎস্না ছড়ায় চতুর্দশীর চাঁদ।

শিকারি কখনও পরোয়া করে না তেষ্টা কীভাবে মেটে –
একা হরিণীর স্বাদ গেঁথে নেয়, নিজেদের বেয়নেটে।

ভরসার নাম ভেঙে পড়ে রোজ। কারা নেবে তার দায়?
ভুলে গেছিলাম, রক্ষকদেরও মাঝেমাঝে খিদে পায়।

কিশোরীর দেহে নোঙর নামাই, রাতের শরীরে নামি
আমার লজ্জা কলকাতা থেকে অমৃতসর গামী।

জয় জওয়ানের। তারা জেগে থাক লালকমলেরও আগে।
আমি শুধু দেখি ভোর হতে আরও কত রূপকথা লাগে...

পুরুষের হাতে ক্ষমতা কেবল। পুরুষের চোখে দয়া।
নারীজন্মের ভারতবর্ষে সকলেই নির্ভয়া!

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)