পিয়ালি বসু - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

পিয়ালি বসু

                                                     দৃশ্যজন্ম









ক্রমশ সরে যাচ্ছি
কৌশলে ছেঁকে আনছি ব্যথার তীব্রতা

জেনে গেছি
অনিমিখ সুখ শেষে ফিরে যেতে হয়
জ্যোৎস্নার নিজস্ব ভুবনে

যা হবার ছিল
তা হয়ে গেছে বহুকাল আগে
এখন মেপে নিই
অপরিমিত আগুনের খুঁটিনাটি...

স্মৃতির বৈকল্যে এখন শুধুই মেঘ
সম্ভোগ বাসনার তীব্র উত্তাপ
এখন মাঘের শীতে পোয়াতি

উদাসীন লাবণ্যে, শোকের ছায়াকে ভালবেসে
এখন শুধু 'ঈশ্বর ' হয়ে ওঠার অপেক্ষা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র