চঞ্চল নায়েক - মায়াজম

Breaking

২৪ জানু, ২০১৬

চঞ্চল নায়েক

                            ক্লান্তির কবিতা গুচ্ছ








১-

রুগ্ন উত্তুরে হাওয়ায় দাঁড়িয়ে আছি
        অদূরে স্থবির পানশালা
অদৃশ্য স্মৃতিরা খোঁচা দিয়ে যায়...

বিকলাঙ্গ মন প্রেমের মৌতাতে লিপ্ত
নিঃশব্দে স্খলিত রাশিরাশি স্বপ্ন...
রাস্তা ক্রমশ হারিয়ে যায় !

(২)

আদরের আদ্রতা ক্রমশ ফিকে হচ্ছে
ক্লান্তির রূপরেখা মিলিয়ে যাচ্ছে---
অগণিত রক্তকণিকা বিপ্লবে লিপ্ত !
এখানে কানামাছি ভোঁ-ভোঁ করেনা...

আলাপহীন শুষ্কতা প্রাণ কুরে খায়
অসহ্য ব্যথা উগরে দিই কবিতায় !
বিষণ্ণ সন্ধ্যায় বারুদের গন্ধ পাই...
জোনাকির আলোয় খুঁজে ফিরি তোমাকে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

সোনালী মিত্র