শুভ আঢ্য

মায়াজম
3
                    গান যা কন্ঠবিরধী





কণ্ঠসঙ্গীত শোনার জন্য জখম মেয়েটার কাছে যাই
আলোহীন ঘরের তকমা লাগানো একটা ঘর...
গান শুরু করার অনুমতি দেয়
যদিও গান কোনোকালেই আলো জ্বালায়নি
পলায়ন প্রবৃত্তি নিয়ে যদি কোনো সুর থাকে,
তা চেনা জানা
লোকমুখে শোনা
মেয়েটার মুখোমুখি শুনে
দেখছি জখম, হজম হচ্ছে
এনজাইম
তার রক্ত উৎসারক সুর,কিছুটা পলাতক;
কিছু ঝালা সৃষ্টি করেছে
আলাপ জমছে
আর
আলোহীন ঘর
মেয়েটার যা কিছু জখম সব সুর
কণ্ঠসঙ্গীত থেকে আলো আলো হ্যালোজেন
আর থাকতে দিচ্ছে না সে ঘরে

একটি মন্তব্য পোস্ট করুন

3মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন