তন্ময় বসু

মায়াজম
0
                                       এবং বিন্দাবন         












একগাছ সাদা ফুল
 ঠান্ডা ঠান্ডা আধসকাল জড়িয়ে কোকিল নাছোড়বান্দা,
রাত পোয়ানো ইচ্ছেদের চিলতে হাসি
ঈষৎ ঘাড় কাতে - রঙীন
 আবিরে আবিরে বুকভরা পূর্ণিমায়
 পটচিত্র আড় ভেঙে
 আবছা হাতে স্পর্শ চায়
 দিশেহারা সম্বিৎ কখনও

 ছুঁয়ে ফেলে তোমায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)