প্রত্যাশা
সবুজায়নে উল্লসিত মাটির বুক
বাতাসে কমছে কার্বন মনোক্সাইড গ্যাস
যে লেয়ারটা ফুটো হয়ে গেছে ওজোন স্তরে
ওখানে অক্সিজেন দিয়ে মেরামত করা হবে
ট্রাফিক জ্যাম আর হবে না হাইওয়েতে
এখন ব্যাটারি গাড়ির বাজার ভালো
হ্যাঁ আমি তোমাকেই বলছি ক্লান্ত বনলতা
আমি চাই তুমি চিনতে শিখ যে
তোমার রক্ত এখনও টকটকে লাল
কাঁটাতারে যে রক্তটা এখনও ঝুলে
ওটা কোনো রং নয় বিবর্ণ
রাতের অন্ধকারও এবার সুগন্ধ ছড়াক
ভোর হতে না হতে প্রভাতী সুরে কোকিল ডাকুক
বর্ণমালা গুলো জ্বলজ্বল করুক লুব্ধকের পাশে
পতাকার চব্বিশটা দণ্ড আটকে থাকবে একে অপরের সাথে
ত্রিরঙ উড়বে নিজস্ব আত্মগরিমায় পতপত করে
আমি জানি তাপমাত্রা স্বাভাবিক হবে এবার
তোমার ওলিতে-গলিতে
বদ রক্ত গুলো লুকিয়ে যাবে তোমার শাড়ীর প্রত্যেকটি ভাঁজে ভাঁজে
চাতকের চোখ ভিজে যাবে বর্ষবরণে
কালো পিচে আর দেখতে
পাওয়া যাবে না
অভ্যন্তরীণ পুর্নপ্রতিফলন
আমি নিশ্চিত এবার গরম কমবে
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default
সুচিন্তিত মতামত দিন