প্রিয় সাপ , শুয়ে আছো শীতরোদে বালির উপরে
সামান্য আগে খোলস বদলেছ বুঝি ? নির্মেদ চাবুক
বালির উপরে শুয়ে আছো গণনাতীত শীতবছর
ঈষৎ হেলিয়ে পিঠ রোদ মাখো , আহা রোদ মাখো
তুমি চাঁদকলা সাপ এক
আমি দুধকলা রাখি মুখের সামনে
বালির গভীরে ঢুকে নির্লোম শরীর
গ্রীবা সামান্য উঁচিয়ে কী এত দেখছো ?
আমি নগণ্য শিকার , মোমক্ষরণের আগে হয়েছি যথেচ্ছ শিকার
উত্তপ্ত বালি , জলীয় দ্রবণে প্রস্তুত মুছে দিতে ডিমের আকাল
রোদপোহানোর এই দৃশ্য কুটিল আক্ষেপ
ফাটা জিভে হিস্ হিস্ , শ্বাস টেনে ছাড়ো , অলীক এ নদীচরে
শুধু স্রোতের উজান সাক্ষী , কেউ কাছে নেই , নির্জনতা
খুব হোক আমাদের একান্ত আপন
প্রিয় সাপ , ওম-রোদে শুয়ে থাকো
এতদিন কাছে গিয়ে বলতে পারিনি তুমি যে খুনি -আগুন ।
প্রিয় সাপ, ওম-রোদে শুয়ে থাকো
উত্তরমুছুন