শুভ আঢ্য

মায়াজম
0



       বাঘ এবং অসংলগ্ন কিছু বোঁট্‌কা গন্ধ




বাঘটি দেওয়াল থেকে সামান্য উঠে আছে
তার অসামান্য নখ চিন্তিত হয়ে ঢুকে যাচ্ছে মুখে আপনার
(এখানে ক্যালেণ্ডারের কথা হচ্ছে)
ম্যানিকিওরের শেষে গরম জল থেকে হাত তুলতে তুলতে
আপনি এক ছটাক্‌ ভেবেছিলেন সার্কাসের কথা, ও তারপর
গ্রিলফুল খেয়ে দেয়ে সে বেরিয়ে এলে, রেনাল ফেলিওরের কথাও মনে পড়ল
(হসপিটালাইজেশনের কথা হচ্ছে এখানে)
আর বাঘের সামনে একটা ছবি টাঙিয়ে দিলেন আপনি
বাঘটিও ঘষ্‌টে উঠে দাঁড়ালো
সে তার সময় থেকে সারটুকু খেয়ে ফেলতে চাইতেই দেখতে পেলেন
আপনাকে নিয়ে সার্কাজম করছে আরেকটি বাঘ
(অ্যানিম্যাল প্ল্যানেটের ছবি দেখা যাচ্ছে)
একটা চাবুক আপনি পেতে রেখেছেনবুক বরাবর
বাঘটিআপনার বুককে ভয় পায়
অছিলার জন্য চাবুকটিকে সে সঙ্গত কারণ হিসাবেই জানে
(ফ্রয়েডের অবিচারের শব্দ পড়া যাচ্ছে না)
এইবার বাঘটি নখ কেটে ফেলছে
আপনি দেখছেন,সময় থেকে একটা টানা কাঁটা
পরিস্কার করে দিচ্ছে বাঘটির ডোরা
(একটি সস্তা ছবির কথা হচ্ছে)
আর সে স্ববিরোধী হয়ে উঠছে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সুচিন্তিত মতামত দিন

একটি মন্তব্য পোস্ট করুন (0)